🏏 গার্লস উইং — ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করে গোমতী হাউজ এবং তিতাস হাউজ। অসাধারণ ব্যাটিং-বোলিং পারফরমেন্সের মাধ্যমে তিতাস হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 🏏 বয়েজ উইং — ফাইনাল ফাইনালে মুখোমুখি হয় ধনাগোদা হাউজ এবং তিতাস হাউজ। আগে ব্যাট করে ধনাগোদা হাউজ শক্তিশালী একটি সংগ্রহ দাঁড় করায়। তিতাস হাউজ শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকলেও খুব অল্প রানের ব্যবধানে ধনাগোদা হাউজ বিজয়ী হয়।