01309139452 kftictcontents@gmail.com
Established 2020 EIIN: 139452

KFT Collegiate School, Dhakirgaon, Matlab South, Chandpur.

"শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ"""

Our Journey Through Time

জনাব বেলায়েত হোসেন (জুলহাসমতলব ডিগ্রি কলেজ হতে সাফল্যের সঙ্গে এইচএসসি পাশ করে ’৯০ এর দশকে ভাগ্যান্বেষণে বিদেশে পাড়ি জমান অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সকল প্রতিকলতাকে পেছনে ফেলে স্বপ্নবাজ  যুবক একদিন সূর্যোদয়ের দেশ জাপান পৌঁছে যান কঠোর পরিশ্রমপ্রশ্নাতীত সততা  একাগ্রতার ফলে তিনি একদিন একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তাঁর কষ্টার্জিত বিত্ত  নান্দনিক চিত্ত মিলেমিশে একাকার হলে তিনি জন্মভমির উৎকর্ষ সাধনে অকৃপণভাবে ধাবিত হন ঐতিহ্যগতভাবে তাঁর পিতামহ মরহুম আব্দুর রহমান মোল্লাপিতা মরহুম হাজী আব্দুল কাদের মোল্লাচাচা মরহুম এমকরিম  মরহুম আব্দুল আউয়াল এবং কনিষ্ঠ চাচা এম. বারি এলাকার মানুষের শিক্ষাসংস্কৃতিক্রীড়া  দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিশেষ করে আর.কেজনকল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকাবাসীর সুখসমৃদ্ধি  দারিদ্র্য বিমোচনে অবদান রাখছেন তারই ধারাবাহিকতায় পরিবারের সকল সদস্যের সহযোগিতা  সমর্থন নিয়ে জনাব বেলায়েত হোসেন (জুলহাসমতলব পৌরসভায় ২০২০ খ্রিসালে অত্যাধুনিক  আন্তর্জাতিক মানের “কেএফটি কলেজিয়েট স্কুল” প্রতিষ্ঠা করেন