প্রতিষ্ঠাতার বাণী
জনাব বেলায়েত হোসেন (জুলহাস) মতলব ডিগ্রি কলেজ হতে সাফল্যের সঙ্গে এইচএসসি পাশ করে ’৯০ এর দশকে ভাগ্যান্বেষণে বিদেশে পাড়ি জমান। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে স্বপ্নবাজ এ যুবক একদিন সূর্যোদয়ের দেশ জাপান পৌঁছে যান। কঠোর পরিশ্রম, প্রশ্নাতীত সততা ও একাগ্রতার ফলে তিনি একদিন একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তাঁর কষ্টার্জিত বিত্ত ও নান্দনিক চিত্ত মিলেমিশে একাকার হলে তিনি জন্মভ‚মির উৎকর্ষ সাধনে অকৃপণভাবে ধাবিত হন। ঐতিহ্যগতভাবে তাঁর পিতামহ মরহুম আব্দুর রহমান মোল্লা, পিতা মরহুম হাজী আব্দুল কাদের মোল্লা, চাচা মরহুম এম. এ. করিম ও মরহুম আব্দুল আউয়াল এবং কনিষ্ঠ চাচা এম.এ বারি এলাকার মানুষের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশেষ করে আর.কে. জনকল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকাবাসীর সুখ, সমৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখছেন। তারই ধারাবাহিকতায় পরিবারের সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন নিয়ে জনাব বেলায়েত হোসেন (জুলহাস) মতলব পৌরসভায় ২০২০ খ্রি: সালে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের “কেএফটি কলেজিয়েট স্কুল” প্রতিষ্ঠা করেন।