আলহামদুলিল্লাহ, আমাদের দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর ও নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্ত রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এদুজন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে শীঘ্রই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ।
বাংলাদেশের গর্বিত রোবটিক্স টিম Tech Autocrats, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সফলতা অর্জন করে চলেছে,
তারা ২২ জুলাই, ২০২৫ তারিখ কেএফটি কলেজিয়েট স্কুলে "Basic Robotics" নামে দিনব্যাপী একটি বিশেষ সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে।
🔹 আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও সিলভার পদক 🏅প্রাপ্ত টিমের সদস্যরা সেদিন আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন রোবটিক্সের ভবিষ্যৎ, বেসিক রোবটিক্স ধারণা ও প্রোগ্রামিংয়ের সম্ভাবনা।
📍 সেমিনার ও ওয়ার্কশপে মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন ছাত্রী, মতলব জে বি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ জন ছাত্র ও কেএফটি কলেজিয়েট স্কুলের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটিক্সের সথে পরিচিত হয়, শেখার অভিজ্ঞতা অর্জন করে, যা প্রযুক্তিনির্ভর দুনিয়ায় তাদের এক ধাপ এগিয়ে নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়ে আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পেয়েছে।